হোম > সারা দেশ > গাজীপুর

পাঁচটি সিটি নির্বাচন হচ্ছে টেস্ট ট্রায়াল: ইসি সচিব

গাজীপুর প্রতিনিধি

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয় তা হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতি দেশের মানুষ, রাজনৈতিক বিভিন্ন দল ও বিশ্ববাসীর একটি অন্য ধরনের অনুভূতি কাজ করবে। আসন্ন পাঁচ সিটির নির্বাচন হচ্ছে টেস্ট ট্রায়াল। 

আজ শনিবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি সচিব একথা বলেন। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। 

নির্বাচন কমিশন সচিব বলেন, কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে কোনো অনিয়মের সঙ্গে জড়িত না থাকেন, তাহলে আপনাদের নির্বাচনে কাজ করতে কোনো ধরণের ভয় পাওয়ার প্রয়োজন নেই। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রেরে বাইরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত থাকবে। ৫৭টি ওয়ার্ডের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংরক্ষিত ১৯টি আসনে ১৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে অপরাধ সংঘটিত হলে অপরাধকারীকে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। তাই আপনাদের ভয়ের কারণ নেই। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, উপসচিব রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন