হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শামীম বেপারী বলেন, এ ঘটনা তদন্তের জন্য আমাকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে  ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও রয়েছেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, কমিটির সবাইকে পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

শামীম বেপারী বলেন, ‘আমাকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক