হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বন্ধু আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম ইশরাত জাহান করবী (২৩)। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারে পড়তেন। আহত ব্যক্তির নাম মুনিম রহমান রাফি (২৫)।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে ইশরাত জাহান তাঁর বন্ধু রাফির মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ডেমরা কোনাবাড়ী থেকে রামপুরায় ফেরার সময় দনিয়া কলেজের সামনে এলে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই ছাত্রী। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এসআই আরও জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ ও এর চালক মাসুদ মিয়াকে আটক করা হয়। ওই ছাত্রীর লাশ ডেড সার্টিফিকেটের জন্য থানা থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালে ওই ছাত্রীর বাবা আব্দুর রশীদ জানান, তাঁদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর গ্রামে। বর্তমানে তিনি থাকতেন রামপুরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইশরাত ছিলেন বড়। তাঁর বাবা জানতে পেরেছেন, রাতে বন্ধুর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় মারা যান ইশরাত।

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার