হোম > সারা দেশ > গাজীপুর

বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, এমারত হোসেনের বাড়িতে একটি আধাপাকা টিনশেড ঘর ও পুরোনো মাটির ঘর ছিল। ওই টিনশেড ঘরে এমারতের ছেলে তাঁর পরিবার নিয়ে থাকতেন। আর মাটির ঘরে এমারত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শব্দ পেয়ে এমারতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়ালঘর দেখে কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখেন মাটির ঘরের পেছনের অংশ ধসে পড়েছে। সেখানে চাপা পড়া মা-বাবা। 

ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল নরম হয়ে যাওয়ায় দেয়ালের ভেতরের দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সরকারিভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু