হোম > সারা দেশ > গাজীপুর

বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, এমারত হোসেনের বাড়িতে একটি আধাপাকা টিনশেড ঘর ও পুরোনো মাটির ঘর ছিল। ওই টিনশেড ঘরে এমারতের ছেলে তাঁর পরিবার নিয়ে থাকতেন। আর মাটির ঘরে এমারত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শব্দ পেয়ে এমারতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়ালঘর দেখে কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখেন মাটির ঘরের পেছনের অংশ ধসে পড়েছে। সেখানে চাপা পড়া মা-বাবা। 

ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল নরম হয়ে যাওয়ায় দেয়ালের ভেতরের দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সরকারিভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট