হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে যুবকের মৃত্যুর ঘটনায় দুই ইউপি সদস্য কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে সালিসে যুবকের মৃত্যুর ঘটনায় মহিষমারা ইউনিয়ন পরিষদের সদস্য সরাফত আলী ও জুয়েল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের টাঙ্গাইল জেলা জজ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে নিহতের ভাই আবু হানিফা বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন মহির, ইউপি সদস্য সরাফত আলী ও জুয়েল রানাসহ ১৪ জনকে আসামি করা হয়। 

জানা যায়, মধুপুরের আশ্রা গ্রামের আমজাদ হোসেন ও ইদ্রিস আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির হাতেম আলীর জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত শনিবার উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা দক্ষিণপাড়া মাস্টারবাড়ি মোড়ে জমির বিরোধ মীমাংসার বৈঠক বসে। ওই বৈঠকে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। 

এ সময় প্রতিপক্ষের হামলায় হান্নান মিয়ার (২৬) মৃত্যু হয়। গুরুতর আহত হন নিহত হান্নানের বড়ভাই আবু হানিফা। তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বৈঠকে উপস্থিত থাকা ওই দুই ইউপি সদস্যকে আটক করে। 

মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার উপপরিদর্শক ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। সরাফত আলী ও জুয়েল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল