হোম > সারা দেশ > ঢাকা

সাবরেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

নিজস্ব প্রতিবেদক, সাভার

ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।

অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।

ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া