হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদকারীরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা এলাকা ছেড়ে পালিয়ে যান। গত মঙ্গলবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করলে ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবু তার অনুসারীদের নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি গুলিতে ব্যবসায়ী মামুন নিহত হন।

তারা আরও বলেন, ঘটনার তিন দিন পার হলেও জাইদুল ইসলাম বাবু ও তার সহযোগীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেপ্তার না হলে ঢাকা-সিলেট মহাসড়ক আরও কঠোরভাবে অবরোধ এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস