হোম > সারা দেশ > রাজবাড়ী

দুই বছরের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে মা–ছেলের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মনসা রানী বিশ্বাস (৫৫)। আজ শনিবার দুপুর ১টার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পরে মারা যান তিনি। উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে, ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে তাঁর ছেলের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, মনসা রানী মানসিক সমস্যায় ভুগছিলেন। ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। 

 ২০২১ সালের ১২ ডিসেম্বর মনসা রানীর ছেলে সাগর বিশ্বাস (১৯) একইভাবে ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেন তিনি। 

নিহতের স্বামী যতীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আমার স্ত্রী ৭-৮ বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছে। তারপরে আবার দু বছর আগে আমার ছেলেও ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপর থেকে সে আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।’ 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মনসা বিশ্বাস নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর সন্তান সাগর বিশ্বাস ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে মারা যায়। মনসার মরদেহ উদ্ধারে সেখানে একজন উপপরিদর্শক পাঠানো হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি