হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে নিখোঁজের ২০ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মবিন মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া (ডেংহাটি) মহল্লা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মবিন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ঘর থেকে বের হয় মবিন। এরপর রাতে এবং পরদিন সারা দিনেও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় দক্ষিণ পাড়া মহল্লার মাছ ব্যবসায়ী বাছির মিয়া বাড়ির দুই ঘর পেছনে মবিনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 

এ প্রসঙ্গে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, প্রাথমিকভাবে মরদেহ সুরতহালের সময় নিহতের শরীরে বিদ্যুতায়িত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ছাড়াও শরীরের কিছু অংশে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে। বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন