হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে নিখোঁজের ২০ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মবিন মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া (ডেংহাটি) মহল্লা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মবিন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ঘর থেকে বের হয় মবিন। এরপর রাতে এবং পরদিন সারা দিনেও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় দক্ষিণ পাড়া মহল্লার মাছ ব্যবসায়ী বাছির মিয়া বাড়ির দুই ঘর পেছনে মবিনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 

এ প্রসঙ্গে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, প্রাথমিকভাবে মরদেহ সুরতহালের সময় নিহতের শরীরে বিদ্যুতায়িত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ছাড়াও শরীরের কিছু অংশে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে। বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা