হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শামীমে নয়, দলের ওপর আস্থা আমার–আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার ওপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোন কিছু বলতে চাই না।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি। শামীম ওসমানের কাজ করার ঘোষণায় আপনার আস্থা ফিরেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘উনি কি করবেন সেটা আমি জানি না। আর উনি মাঠে থাকবেন কি করে? উনি না একজন সংসদ সদস্য।’ শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি নাই। এই অভ্যাস আমার নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে আমাকে চিনে। আমি যা বলি তা প্রকাশ্যেই বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমূর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনো পরিস্থিতি ভালো আছে। উনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’ 

আইভি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে প্রভাব বিস্তারের মতো আমার লোকবলও নাই, প্রশাসনও নাই। প্রশাসন কখনোই আমাকে সেইভাবে সাহায্য করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে এভাবে সাহায্য করবে আমি এটা বিশ্বাস করি না। প্রতিটি নির্বাচনে প্রশাসনের একটা পরিসংখ্যান থেকে হয়তো তারা সেটা করছে। আমি জানি না কি করছে। উনি নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে আমি মিডিয়ার মাধ্যমেই দেখছি। এখন তিনি কেন অপপ্রচার চালাচ্ছে তা আমি জানি না। হতে পারে ওনার নতুন কোন কৌশল এটা।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা