মাসিক বেতন ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে কাঁটাবন রোডে অবস্থান নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বিসিপিএসের পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকেরা।
আজ রোববার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা কাঁটাবনের দিকে সরে আসেন। ট্রেইনি চিকিৎসকেরা এ সময়—‘ঐক্য ঐক্য, চিকিৎসকের ঐক্য’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘মাসিক ভাতা ৫০ হাজার, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
ট্রেইনি চিকিৎসক ডা. সুরাইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে বিভিন্নজনের কাছে গিয়েছি, তাঁরা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে।’
উল্লেখ্য, ৮ ও ৯ জুলাই রাজধানীর শহীদ মিনারে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান নিয়েছিল ট্রেইনি চিকিৎসকেরা।