হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে দাবি বিবেচনার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড নামের ওষুধ উৎপাদনকারী একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। 

এর আগে গত সোমবার বিকেলে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানান শ্রমিকেরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা করেন। 

আজ বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধ প্রায় ২৫০ জন শ্রমিক কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গিয়ে পুনরায় কারখানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক বলেন, ‘আজ বুধবার আমাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পাই। নিরাপত্তাকর্মী জানায়, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউই কাজে যোগ দেননি। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমরা বিক্ষোভ করব।’ 

প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছিলেন। 

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কারখানার কোনো কর্মকর্তা আজ কাজে যোগ দেননি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে