হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. নয়ন মোল্লা (২০)। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় নয়ন ছাড়াও তাঁর চার বন্ধুকে আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে নয়ন মোল্লা ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করেন। তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে কুপ্রস্তাব দেন। গত ২৮ মার্চ নয়নের বন্ধু জীবন শেখ (২০) বিষয়টি মীমাংসার নামে বাড়িতে ডেকে নেন। সেখানে পাঁচ বন্ধু জীবন শেখ, নয়ন মোল্লা, মো. আপন ব্যাপারী, আরমান ও মো. মিরাজ ওই কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। তাঁরা গতকাল বিকেলে সেই ভিডিও ও নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার থানায় মামলা করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে