হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. নয়ন মোল্লা (২০)। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় নয়ন ছাড়াও তাঁর চার বন্ধুকে আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে নয়ন মোল্লা ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করেন। তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে কুপ্রস্তাব দেন। গত ২৮ মার্চ নয়নের বন্ধু জীবন শেখ (২০) বিষয়টি মীমাংসার নামে বাড়িতে ডেকে নেন। সেখানে পাঁচ বন্ধু জীবন শেখ, নয়ন মোল্লা, মো. আপন ব্যাপারী, আরমান ও মো. মিরাজ ওই কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। তাঁরা গতকাল বিকেলে সেই ভিডিও ও নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার থানায় মামলা করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা