হোম > সারা দেশ > নরসিংদী

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে স্ত্রীর সামনে স্বামী অনিল চন্দ্র পালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্ত্রী গীতা রাণী পাল (৩২) আহত হন।

মৃত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গতকাল রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এ সময় তাঁর স্ত্রী গীতা রাণী পাল বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গীতা রাণী ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’