হোম > সারা দেশ > নরসিংদী

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে স্ত্রীর সামনে স্বামী অনিল চন্দ্র পালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্ত্রী গীতা রাণী পাল (৩২) আহত হন।

মৃত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গতকাল রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এ সময় তাঁর স্ত্রী গীতা রাণী পাল বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গীতা রাণী ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা