হোম > সারা দেশ > নরসিংদী

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে স্ত্রীর সামনে স্বামী অনিল চন্দ্র পালকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্ত্রী গীতা রাণী পাল (৩২) আহত হন।

মৃত অনিল চন্দ্র পাল পলাশ উপজেলার মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মাটির পণ্য তৈরির পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গতকাল রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত অনিল চন্দ্র পালের ঘরে ঢুকে। এ সময় তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এ সময় তাঁর স্ত্রী গীতা রাণী পাল বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গীতা রাণী ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল