হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষার্থীর মৃত্যু: মোমবাতি প্রজ্বলন করে তদন্তের দাবি সহপাঠীদের

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অঙ্কনের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্বলন করে এ দাবি জানান তারা। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীসহ অঙ্কনের অন্যান্য বন্ধুরাও উপস্থিত ছিলেন। 

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অঙ্কনের সহপাঠী আবু রায়হান বলেন, ‘ওর মতো মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যু-রহস্যের আইনি তদন্ত হোক। আমরা কারও বিরুদ্ধে অন্যায় হোক সেটা চাই না, অঙ্কনের ক্ষেত্রে তো একেবারেই না। আমরা এটাই চাই আমাদের সবার সামনে এত সম্ভাবনাময় একটা মানুষের মৃত্যু রহস্যের জালে চাপা না পড়ুক।’ 

অঙ্কনের আরেক সহপাঠী নাহিদ হাসান রবিন বলেন, ‘অঙ্কনকে আর ফিরে পাব না কখনোই। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই সুষ্ঠু তদন্ত হতেই হবে। নইলে ভবিষ্যতে আমরা আরও এমন অনেক অঙ্কনকে হারাব।’ 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান নিয়ন বলেন, ‘ইংরেজি বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে। যে করেই হোক, এই বিষয়ে তদন্ত করে সত্য উদ্‌ঘাটন করতেই হবে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে এগিয়ে আসবে।’ 

গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন অঙ্কন। হাসপাতাল সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের নিয়ে হতাশায় থাকতেন অঙ্কন। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি