হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট: বাবা-মা ও বোনকে হারাল ৬ মাসের হোসাইন, বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন তরুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। মিরপুর-১ নম্বরে তলিয়ে যাওয়া রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একই পরিবারে তিন সদস্যসহ চারজন। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। 

রাত সাড়ে ১২টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটে মিরপুরের শিয়ালবাড়ী এলাকায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন—মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয় মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ অনীক (২০) নামের এক তরুণ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। 

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে রাত সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছে, বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী লোকজন। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, তেজগাঁও, বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল