হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট: বাবা-মা ও বোনকে হারাল ৬ মাসের হোসাইন, বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন তরুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। মিরপুর-১ নম্বরে তলিয়ে যাওয়া রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে একই পরিবারে তিন সদস্যসহ চারজন। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। 

রাত সাড়ে ১২টার দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটে মিরপুরের শিয়ালবাড়ী এলাকায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন—মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয় মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ অনীক (২০) নামের এক তরুণ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। 

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে রাত সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছে, বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী লোকজন। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, তেজগাঁও, বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু