হোম > সারা দেশ > ঢাকা

জাপানি শিশুদের জিম্মা: ইমরান শরীফের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপানি দুই শিশুর জিম্মা নিয়ে আপিল শুনানির জন্য আদালত পরিবর্তন চেয়ে বাবা ইমরান শরীফের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, আপিল বিভাগের নির্দেশনা অনুসারে এই আপিল মামলা জেলা জজ আদালতে নিষ্পত্তি হবে। এর আগে ইমরান শরীফের আবেদন হাইকোর্টের অপর একটি বেঞ্চ গত ১ জুন কার্যতালিকা থেকে বাদ দেন। পরে এই বেঞ্চে আবেদন করেন তিনি।

শিশুদের মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বলেন, এ-সংক্রান্ত আপিল ঢাকার জেলা জজকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ঢাকার জেলা আদালতে আপিল শুনানির জন্য দিন ধার্য রয়েছে। কিন্তু ইমরান শরীফ জেলা জজ আদালতে শুনানি না করে হাইকোর্টে শুনানির জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফের আবেদন খারিজ করে দুই শিশুকে মা নাকানো এরিকোর জিম্মায় রাখার রায় দেন বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন বাবা ইমরান শরীফ। যা এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান