হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে নৌকার ক্যাম্পে আগুন: ১২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেন, তাঁর সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘ক্যাম্পে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সহিংসতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে।’ 

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে এর জন্য নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের দায়ী করে আসছে। 

মামলার বাদী আবদুল আউয়াল বলেন, রাতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে বেশ কিছু পোস্টার ও প্যান্ডেলের একাংশ পুড়ে গেছে। শুক্রবার মোশাররফ এলাকায় ঢুকে কোনো ঘটনা ঘটাবে এমন শঙ্কায় ছিলাম। সেটাই ঘটল রাতে। 

তবে শাহজাহান ভূঁইয়া দাবি করেন—এই ঘটনা নৌকার কর্মীরা ঘটিয়ে উল্টো তাদের নামে অভিযোগ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি