হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ফাঁকা, জ্যামের শহরে নির্মল বাতাস

রেজা করিম, ঢাকা

ব্যস্ত ঢাকা যেন তার খোলস বদলে অলস এক নগরে পরিণত হয়েছে। অলিগলি, ফুটপাত, দোকান-বাজার, স্টেশন-টার্মিনাল ভিড় নেই কোথাও। ফাঁকা-ফাঁকা রাস্তায় চিতার গতিতে চলছে যানবাহন। কোথাও জটলা নেই। হাতে গোনা যাত্রী নিয়ে চলা বাহনগুলোতে ঘামঝরা ক্লান্তিরও কোনো গল্প নেই। দূষণের শহরে এখন বইছে নির্মল বাতাস।

ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে মাত্র দুই দিনের ব্যবধানে এভাবেই আমূল বদলে গেছে চিরচেনা ঢাকা। এই ঢাকাকে আর কিছুতেই কয়েক দিন আগের ঢাকার সঙ্গে মেলানো যাচ্ছে না। 

আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে বেশির ভাগ মানুষ গেছেন পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে। আবার ঈদে বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেও ঢাকা ছেড়েছেন অনেকে। 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ তাঁর ফেসবুক পোস্টে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের একটা হিসাব দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ‘১লা মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের দু’দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১লা মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে।’ 

ঈদের আগের দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঢাকার অলস চেহারা ফুটে উঠেছে এই প্রতিবেদকের দেখায়। ঢাকার বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদকের মতের সঙ্গে অমতও করেননি কেউ। ঢাকার বর্তমান চেহারা এবং পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা জনে লিখেছেন। 

রেজানুর রহমান তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন ‘ঢাকা এখন ফাঁকা। অন্য সময় আমার বাসা নিকেতন থেকে বিমান বন্দরে আসতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। আজ এলাম ১৫ মিনিটে।’ 

এই পোস্টের শেষ লাইনে যানজটের ভয়াবহতার কথা মনে করিয়ে তিনি লিখেছেন, ‘ভাবা যায়, যানজট দৈনিক আমাদের জীবন থেকে কত ঘণ্টা কেড়ে নেয়!’ 

গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির বদলে ঢাকার সড়ক এখন চলে গেছে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দখলে। শেষ মুহূর্তে বাড়ির পথ ধরা মানুষেরা অধিকাংশ ক্ষেত্রেই এসব বাহনে করে যাচ্ছেন লঞ্চ ও বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে। এর ফলে রিকশা চালকদের আয়ও বেড়েছে আগের চেয়ে। 

এদিকে শুধু রাজধানীর রাজপথ নয় অলি-গলিতেও ঈদের ছুটির আমেজ দেখা গেছে। রাজধানীর বিভিন্ন অলিগলির ছোট মুদির দোকান ও চায়ের দোকানগুলোতেও নেই চিরচেনা আড্ডা। ফাঁকা অলিগলিতে ঘণ্টাখানেক পর পর দু-এক জন স্থানীয় লোকজনকে দেখা যায়, যারা খুব জরুরি কাজে বের হন। শেষ মুহূর্তের টুকটাক কেনাকাটা করতেও দেখা গেছে অনেককে। 

ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। বিভিন্ন থানার সদস্যরা রাস্তায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা এবং আবাসিক এলাকাগুলোর সামনে সকাল থেকে পুলিশের টহল দেখা গেছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার