হোম > সারা দেশ > ঢাকা

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় অবরোধের পর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভ করেন বাইশমাইলে অবস্থিত মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে নবীনগরমুখী দুই লেনে এবং নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগরমুখী লেনে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে জমা হতে থাকে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ৪০ মিনিট তারা সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হঠাৎ করে শিক্ষার্থীরা নবীনগরে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সড়ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি