হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় অবরোধের পর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভ করেন বাইশমাইলে অবস্থিত মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে নবীনগরমুখী দুই লেনে এবং নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগরমুখী লেনে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে জমা হতে থাকে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ৪০ মিনিট তারা সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।