ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ৭ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
ওসি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে সিনেট ভবনের সামনে অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হয়। এ মিটিংকে ঘিরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের ৭ জনকে সিনেট ভবনের সামনে থেকে আটক করা হয়।
২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ রয়েছে। মেধার সমতা বিধান, জালিয়াতি রোধ ও আসন শূন্যতা কমাতে এমন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এর পরপরই জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ ঘোষণা করে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঝে পুনরায় সুযোগটি চালু করলেও বর্তমানে সেটি আর পান না ভর্তিচ্ছুরা।