হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মমতাজ কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মমতাজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে অ্যাডভোকেট মেহেদিকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই আব্দুল হালিম ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি অন্য আসামির জামিন শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা আদালতে থাকায় শুনানি হয়নি। পরে আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবে বলে আদেশ দেন এবং অ্যাডভোকেট মেহেদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে মেহেদিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেল ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে আলমগীর হোসেন (৩৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় আলমগীর হোসেনের মা মোসাম্মৎ আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদার, উপ পুলিশ কমিশনার আশরাফুল আজিম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পরস্পর যোগসাজশে গুলি করে বাদীর ছেলেকে হত্যা করেছেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি কৌশলে প্রকৃত ঘটনা এড়িয়ে যাচ্ছেন। তবে কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য এবং এই ঘটনায় অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম ঠিকানা চিহ্নিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, মমতাজ উদ্দিন মেহেদী ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তিনি আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ