হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এমপি শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার পিলকুনি পাঁচতলা এলাকায়। 

জানা যায়, আজ বিকেলে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়। এতে যোগ দেন ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি। বৈঠকে তাঁর বক্তব্য চলাকালে বিপরীত দিকে থাকা বহুতল ভবনের ওপর থেকে পরপর দুটি ঢিল সেখানে এসে পড়ে।

একটি ঢিল লিপি বেগম নামে এক কর্মীর মাথায় ও অপরটি এক সংবাদকর্মীর গায়ে লাগে। ঢিলের আঘাতে মাথা ফেটে যায় লিপি বেগমের। সঙ্গে সঙ্গে শামীম ওসমান বক্তব্য থামিয়ে ওই নারীকে চিকিৎসা করানোর নির্দেশ দেন কর্মীদের। পরে তাঁকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

এ সময় শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘একটি নয়, দুটি ঢিল পড়েছে। কে এই কাজ করেছে তা বের হয়ে যাবে। আমি অনুরোধ করব, কারা এই কাজ করল তা যেন এলাকার মুরব্বিরা বের করেন। আমার বোন (নারী কর্মী) নির্বাচনী সভায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করছি।’ 

ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শামীম ওসমান এমপিকে জানান, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছোড়ে। বিষয়টি জানতে পেরে উপস্থিত সবাই শান্ত হন।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ