হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এমপি শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার পিলকুনি পাঁচতলা এলাকায়। 

জানা যায়, আজ বিকেলে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়। এতে যোগ দেন ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি। বৈঠকে তাঁর বক্তব্য চলাকালে বিপরীত দিকে থাকা বহুতল ভবনের ওপর থেকে পরপর দুটি ঢিল সেখানে এসে পড়ে।

একটি ঢিল লিপি বেগম নামে এক কর্মীর মাথায় ও অপরটি এক সংবাদকর্মীর গায়ে লাগে। ঢিলের আঘাতে মাথা ফেটে যায় লিপি বেগমের। সঙ্গে সঙ্গে শামীম ওসমান বক্তব্য থামিয়ে ওই নারীকে চিকিৎসা করানোর নির্দেশ দেন কর্মীদের। পরে তাঁকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

এ সময় শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘একটি নয়, দুটি ঢিল পড়েছে। কে এই কাজ করেছে তা বের হয়ে যাবে। আমি অনুরোধ করব, কারা এই কাজ করল তা যেন এলাকার মুরব্বিরা বের করেন। আমার বোন (নারী কর্মী) নির্বাচনী সভায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করছি।’ 

ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শামীম ওসমান এমপিকে জানান, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছোড়ে। বিষয়টি জানতে পেরে উপস্থিত সবাই শান্ত হন।

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড