হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এমপি শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লায় নৌকা প্রতীকের উঠান বৈঠক। এতে শামীম ওসমানের বক্তব্যের সময় ঘটে এক বিপত্তি। কোথা থেকে ছোড়া দুটি ঢিল (পাথরের টুকরো) এসে পড়ে সেখানে। কিছুটা উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে জানা যায়, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়েছে। পরে উপস্থিত সবাই শান্ত হন। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার পিলকুনি পাঁচতলা এলাকায়। 

জানা যায়, আজ বিকেলে ফতুল্লার পিলকুনি পাঁচতলা এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়। এতে যোগ দেন ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এমপি। বৈঠকে তাঁর বক্তব্য চলাকালে বিপরীত দিকে থাকা বহুতল ভবনের ওপর থেকে পরপর দুটি ঢিল সেখানে এসে পড়ে।

একটি ঢিল লিপি বেগম নামে এক কর্মীর মাথায় ও অপরটি এক সংবাদকর্মীর গায়ে লাগে। ঢিলের আঘাতে মাথা ফেটে যায় লিপি বেগমের। সঙ্গে সঙ্গে শামীম ওসমান বক্তব্য থামিয়ে ওই নারীকে চিকিৎসা করানোর নির্দেশ দেন কর্মীদের। পরে তাঁকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

এ সময় শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে বলেন, ‘একটি নয়, দুটি ঢিল পড়েছে। কে এই কাজ করেছে তা বের হয়ে যাবে। আমি অনুরোধ করব, কারা এই কাজ করল তা যেন এলাকার মুরব্বিরা বের করেন। আমার বোন (নারী কর্মী) নির্বাচনী সভায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করছি।’ 

ঘটনার কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা শামীম ওসমান এমপিকে জানান, কোনো এক বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছোড়ে। বিষয়টি জানতে পেরে উপস্থিত সবাই শান্ত হন।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ