কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোশারফ হোসেন মিলন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরদেওকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মঠখোলা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির মোটরের পানিতে গোসল করতে যান মিলন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুতায়িত হয়ে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান।