হোম > সারা দেশ > ঢাকা

এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তাঁর নাম ফুয়াদ মৃধা (৩২)। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফুয়াদ ভোলা জেলার লালমোহন উপজেলার চরগোতা আনন্দবাজার এলাকার বিল্লাল মৃধার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা স্কুল গলিতে থাকতেন এবং আল নুর চক্ষু হাসপাতালের গাড়ি চালক ছিলেন। 

ফুয়াদের আত্মীয় মো. মাসুম বলেন, ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিলেন ফুয়াদ। এলিফ্যান্ট রোডে এলে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ফুয়াদ। পরে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলিফ্যান্ট রোড থেকে এক যুবককে অচেতন অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ট্রাকের ধাক্কায় প্রথমে আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ট্রাকটি নিউমার্কেট থানায় জব্দ আছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু