হোম > সারা দেশ > ঢাকা

এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তাঁর নাম ফুয়াদ মৃধা (৩২)। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফুয়াদ ভোলা জেলার লালমোহন উপজেলার চরগোতা আনন্দবাজার এলাকার বিল্লাল মৃধার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা স্কুল গলিতে থাকতেন এবং আল নুর চক্ষু হাসপাতালের গাড়ি চালক ছিলেন। 

ফুয়াদের আত্মীয় মো. মাসুম বলেন, ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিলেন ফুয়াদ। এলিফ্যান্ট রোডে এলে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ফুয়াদ। পরে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলিফ্যান্ট রোড থেকে এক যুবককে অচেতন অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ট্রাকের ধাক্কায় প্রথমে আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ট্রাকটি নিউমার্কেট থানায় জব্দ আছে।

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে