হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বপন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার তালদর্শী পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। আজ সোমবার তাঁকে দুপুরে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোরে নিজ বাড়ি থেকে পাশের এলাকার একটি বাড়িতে কাজ করতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন স্বপন। চিৎকার শুরু করলে স্বপন তাঁকে ছেড়ে দেন। পরে ওই গৃহবধূ দৌড়ে পাশের রাজীব হোসেন নামের একজনের বাড়িতে গিয়ে  ওঠেন। 

গৃহবধূর কাছে ঘটনা শুনে রাজীব হোসেন ও তাঁর বাবা আলাল উদ্দিন বেরিয়ে আসেন। এরপর রাজীব হোসেন ও আলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁদের খুন-জখমের হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বপন মিয়াকে আটক করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ অভিযুক্ত স্বপন মিয়াকে আটক করে। 

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে স্বপন মিয়াকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু