ঢাকা: ‘জুমাতুল বিদা’ শব্দটার মধ্যেই রয়েছে বিদায়ের সুর। প্রতি বছর নিয়ম করে রমজানের বিদায় ঘণ্টা বাঁজিয়ে দিয়ে থাকে পবিত্র মাসটির শেষ জুমা বা ‘জুমাতুল বিদা। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে রমজানের শেষ জুমার এই ক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। একদিকে রহমত, বরকত ও নাজাতের মাসকে বিদায় দেওয়ার পালা অন্যদিকে ইহকাল ও পরকালের মুক্তির প্রার্থনা। দুইয়ে মিলে আজ শুক্রবার চোখের জলে 'জুমাতুল বিদা' পালন করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীসহ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর মর্যাদার সঙ্গে পালিত হয়েছে রমজানের বিদায়ী জুমা।
করোনা বৈশ্বিক মহামারির কালেও মসজিদগুলোতে রমজানের শেষ জুমার নামাযে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়। নামায শেষে পাপ মোচনের প্রার্থনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রয়াত আত্নীয়-স্বজনদের কবর জিয়ারত করতে যান মুসল্লিরা। যেকারণে কবরস্থানগুলোতেও এদিন উল্লেখ করার মত ভিড় লক্ষ্য করা গেছে।
রমজানের শেষ জুমার নামাযে অংশ নিতে আযানের অনেক আগে থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসতে থাকেন মুসল্লিরা। খুতবা শেষে নামাজে দাঁড়ানোর পরেও মুসল্লিরা আসতে থাকেন মসজিদের দিকে। অনেকে বেশি দেরি করে আসায় পাননি জামাতে দাঁড়ানোর সুযোগ।