হোম > সারা দেশ > ঢাকা

অ্যাম্বুলেন্সের সিটে রোগীর পরিবর্তে গাঁজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুড়িগ্রাম থেকে পাবনাগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রাজশাহী গোয়েন্দা দল। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা মাদক চোরাচালানকারী দুই সদস্যকে আটক করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটকেরা হলেন—অ্যাম্বুলেন্স চালক মাদক ব্যবসায়ী কামরুল হাসান (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুল বাড়ি থানার ইব্রাহিম আলীর ছেলে। আরেকজন মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৪০)। তিনি রংপুর জেলার ইসলামপুর এলাকার লিয়াকত আলীর ছেলে। 
 
ডিএনসির কর্মকর্তারা বলছেন, এই চক্রের সদস্যরাই একইভাবে কখনো পাজেরো জিপ, কাভার্ডভ্যান, ট্রাকে গাঁজা পাচার করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 

ডিএনসির রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত ১০-১২ দিন ধরে তাঁদের নজরদারিতে রাখা হয়েছিল। সর্বশেষ আজকে তারা কৌশল পরিবর্তন করে অ্যাম্বুলেন্সে সিটে গাঁজা রেখে চোরাচালান করছিলেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে পরবর্তী আরও অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ