হোম > সারা দেশ > মাদারীপুর

পাওনা ৫০০ টাকা চাওয়ায় বন্ধুকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

হাসপাতালে গৌতম বসুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পাওনা টাকার জন্য এক দোকান কর্মচারীকে তাঁর বন্ধু কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরানবাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত গৌতম বসু (২৮) সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরানবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন।

অভিযুক্ত তপন (৩০) ফলের দোকানের কর্মচারী। তিনি ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে তপন তাঁর বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। আজ সকালে টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন। পরে বিকেলে দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। গুরুতর অবস্থায় গৌতমকে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌতমের বড় ভাই মঙ্গল বসু বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য আমার ভাইকে প্রাণ দিতে হবে বুঝতে পারিনি। আমি এ ঘটনায় জড়িত তপনের বিচার চাই। পাশাপাশি তপনকে যারা উসকানি দিয়েছে, তাদেরও বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অখিল সরকার বলেন, ‘গৌতম নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ধারালো আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত তপন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না