হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি

ফাইল ছবি

ঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন। ক্রমেই যেন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ফেরি সেক্টর সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১২টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মধ্যরাতের ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ হলেও, কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় তা চালু করা হবে বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ বলেন, ‘এ নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাসনাহেনা, কেরামত আলী, মতিউর রহমান, গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, শাহ পরান ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গৌড়ী, ঢাকা, রুহুল আমিন, বরকত, বনলতা, বাইগার, কপোতী নামের ফেরিগুলো অবস্থান করছে। যার মধ্যে পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি যানবাহন লোড অবস্থায় রয়েছে।’

এ দিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও শ্রমিকেরা শীতের তীব্রতায় নিদারুণ কষ্ট পোহাচ্ছে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা