হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাজিতে হারল ছোট ভাই, প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) 

বাজি ধরে ফুটবল খেলেছিলেন নাজমুল হোসেনের (২২) ছোট ভাই। বাজিতে হেরে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের কাছে কথা রাখেননি। এ নিয়ে বিরোধে প্রাণ গেল তাঁর। 

নাজমুল হোসেন ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের আব্দুল বাছেদের ছেলে। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। 

জানা যায়, গত ১৫ আগস্ট নাজমুলের ছোট ভাই সুহেল (১৯) বাজি ধরে এলাকার বন্ধু হৃদয়ের (২০) সঙ্গে ফুটবল খেলতে নামেন। বাজি ধরা হয় কোমল পানীয়। খেলায় নিজের দল হেরে গেলে সুহেল হৃদয়কে কোমল পানীয় খাওয়াতে রাজি হয় না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে স্থানীয় মুরব্বিরা তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। 

ঘটনার জের ধরে ১৭ আগস্ট রাতে ডেংরাচালা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সুহেলের বড় ভাই নাজমুল মাথায় মারাত্মকভাবে আঘাত পান। ওই দিন রাতেই তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট তিনি মারা যায়। ময়নাতদন্ত শেষে গত ২০ আগস্ট তাঁকে দাফন করা হয়। 

এই ঘটনায় নাজমুলের চাচা শাহজাহান বাদী হয়ে হৃদয় হোসেনসহ নয়জনকে আসামি করে ১৯ আগস্ট ঘাটাইল থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন