হোম > সারা দেশ > গাজীপুর

উত্তরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মঞ্জুয়ারা বেগম নামে এক শিক্ষকের মৃত্যুতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুয়ারা বেগম মারা যান। টঙ্গীর কলেজ গেট এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

এর প্রতিবাদে আজ বিক্ষোভে নামেন কয়েক শ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘দেশ গড়ব কী করে, গর্জে উঠুক আরেকবার’, ‘ট্রাফিক পুলিশ কী করে, বাসের চাপায় শিক্ষক মরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’।

শিক্ষার্থীদের হাতে ‘ফুটওভারব্রিজ ছাড়া রাস্তা পারাপার বন্ধ করতে হবে’, ‘লাইসেন্সহীন যান চলাচল বন্ধ করতে হবে’, ‘পথ যেন হয় শান্তির’, ‘নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রী ওঠানামা, যত্রতত্র বাস থামানো বন্ধ করতে হবে, সড়ক বিভাগকে ব্যবস্থা নিতে হবে’সহ নানা প্ল্যাকার্ড ছিল।

শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এবং পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ