হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি গোলাপবাগে সমাবেশ না করলে, নতুন করে আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোলাপবাগে বিএনপি সমাবেশ না করলে, নতুন করে আবেদন করতে হবে। এরপর পরিবেশ-পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার রাতে ডিএমপি কমিশনার আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার গোলাপবাগে বিএনপির সমাবেশ না করলে পরবর্তী সময় দলটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি যেকোনো ছুটির দিনে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশ করার অনুমতি চায়, সে ক্ষেত্রে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘নয়াপল্টনে কোনো অনুমতি দেওয়া হবে না। ছুটির দিনও যদি তারা করতে চায়, সে জন্যও নতুন করে আবেদন করতে হবে। পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।’ 

কমিশনার বলেন, ‘গোলাপবাগে করবে না, তা-ও বিএনপি এখন পর্যন্ত আমাদের জানায়নি।’

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। দলটি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে আবেদন করেছিল। আজ ডিএমপি কমিশনার তাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য পরামর্শ দেন। তবে বিএনপি সেখানে সমাবেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। দলটি ছুটির দিন হলেও নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দীতে অনুমতি চায়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ