গোলাপবাগে বিএনপি সমাবেশ না করলে, নতুন করে আবেদন করতে হবে। এরপর পরিবেশ-পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার রাতে ডিএমপি কমিশনার আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার গোলাপবাগে বিএনপির সমাবেশ না করলে পরবর্তী সময় দলটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি যেকোনো ছুটির দিনে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশ করার অনুমতি চায়, সে ক্ষেত্রে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘নয়াপল্টনে কোনো অনুমতি দেওয়া হবে না। ছুটির দিনও যদি তারা করতে চায়, সে জন্যও নতুন করে আবেদন করতে হবে। পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।’
কমিশনার বলেন, ‘গোলাপবাগে করবে না, তা-ও বিএনপি এখন পর্যন্ত আমাদের জানায়নি।’
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। দলটি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে আবেদন করেছিল। আজ ডিএমপি কমিশনার তাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য পরামর্শ দেন। তবে বিএনপি সেখানে সমাবেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। দলটি ছুটির দিন হলেও নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দীতে অনুমতি চায়।