হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়া প্রাণিসম্পদ দপ্তরে ঘুমিয়ে অফিস করেন কর্মকর্তারা-কর্মচারীরা 

অরূপ রায়, সাভার

খাড়া দুপুর। সরকারি অফিসে শুনশান নিরবতা। ফ্যানের বাতাসে ঘুমিয়ে-ঘুমিয়ে অফিস করছেন অনেক কর্মকর্তারা-কর্মচারীরা। অনেকে সময় কাটাচ্ছিলেন গল্প করে। আবার অনেকের কক্ষে ঝুলছিল তালা। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায় এমন চিত্র। 

রিকশা থেকে নেমে হাসপাতালে প্রবেশ করতেই দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের আর ভেটেরিনারি সার্জন খোকন হোসেনের কক্ষ বন্ধ। ওই দুই কর্মকর্তার নাম ও পদবী নোট করার সময় পাশের অফিস কক্ষ থেকে বের হয়ে আসেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার শাকিয়াল রাজী দিপু। তিনি কোনো কথা না বলে বারান্দায় কয়েক মিনিট পায়চারি করে আবার তাঁর কক্ষে ঢুকে পড়েন। তাঁর পিছু নিয়ে ওই কক্ষে গিয়ে অফিস সহায়ক নাজিম উদ্দিনকে বেঞ্চের ওপরে শুয়ে ঘুমাতে দেখা যায়। আর টেবিলে মাথা দিয়ে ঘুমের মধ্যে নাক ডাকছিলেন অপর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জালাল উদ্দিন। ছবি তুলতেই তাঁদের ডেকে তুলেন খন্দকার শাকিয়াল রাজী। 

ঘুম ভাঙার পর হাতে চোখ মুছতে মুছতে জালাল উদ্দিন বলেন, ‘একদিকে গরম অন্যদিকে লোকজন নেই। তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম।’ জালাল উদ্দিনের সঙ্গে সুর মিলিয়ে নাজিম উদ্দিনও একই রকম কথা বলে অফিসে বসে ঘুমানোর বিষয়টিকে হালকা করার চেষ্টা করেন। 

তবে খন্দকার শাকিয়াল রাজী দিপু বলেন, ‘আপনারা যত যুক্তি দেন না কেন, অফিসে ঘুমানো ঠিক হয়নি।’ 

অফিস কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে পাওয়া যায় ডাটা এন্ট্রি অপারেটর আবু সাঈদ ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্ট মুক্তা রানী সরকাকে। তাঁরাও বসে বসে গল্প করছিলেন। 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনের কক্ষে তালা ঝুলার কারণ জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘ভেটেরিনারি সার্জন খোকন হোসেন ছয় মাসের জন্য প্রশিক্ষণে আছেন। তাই কক্ষটি বন্ধ করে রাখা হয়েছে। আর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেনের দুর্ঘটনায় আহত হয়ে ছুটিতে আছেন। তাই তাঁর কক্ষটিও বন্ধ করে রাখা হয়েছে।’ 

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়ে পায়ে ব্যাথা পেয়েছি। তাই আজ সোমবার অফিসে যাইনি। কিন্তু ছুটি নেইনি। কাল মঙ্গলবার অফিসে এলে আমাকে পাবেন।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির