রাজধানীর মতিঝিলের বোরাক সেন্টারের লিফটে আটকে পড়া সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকালে তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি জানান, রাজধানীর মতিঝিলের বোরাক সেন্টারের লিফটে আটকে পড়া এক নারীকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ১০টার দিকে লিফটে আটকে পড়েন ওই নারী। ২২ মিনিটের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর নাম ইলোরা পাল (৩৯)। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা।