হোম > সারা দেশ > ঢাকা

৬ দাবিতে রামপুরায় বাস আটকিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তায় নেমেছে এক দল কলেজপড়ুয়া। তারা বাড্ডা থেকে রামপুরাগামী বিভিন্ন বাস থামিয়ে চাবি ও ওয়েবিল নিয়ে নেয়। বাসে লাগানো ‘হাফ পাশ নেই’ স্টিকার ওঠিয়ে ফেলে। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। 

আজ শনিবার দুপুর ১টার দিকে রামপুরার ব্রিজ সংলগ্ন বিভিন্ন কলেজের শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। এ সময় বাড্ডা রামপুরা রোডে চলাচলকারী রাইদা, আকাশ, স্বাধীন, তরঙ্গ, রমজানের বাস থামিয়ে বাস চালকের জেরা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসনাত আজকের পত্রিকাকে জানায়, বাসের সুপারভাইজারেরা ছাত্র-ছাত্রীদের হয়রানি করে। হাফ ভাড়া দিতে চাইলে নেয় না। 

শিক্ষার্থীদের রাস্তায় নেমে বেশ কয়েকটি বাস থামানোর কারণে যানজটের সৃষ্টি হয়। পরে বাড্ডা থানার পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা এ সময় পুলিশের কাছে ছয়টি দাবি তুলে ধরে। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-১. সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে। ২. সিটিং সার্ভিস বাতিল করার পরও ওয়েবিল কার্যক্রম চলছে। ওয়েবিল বন্ধ করে কাউন্টার ভিত্তিক টিকিট সিস্টেম চালু করতে হবে। ৩. নারী যাত্রীদের জন্য প্রতিটি গণপরিবহনে নয়টি আসন বরাদ্দ রাখতে হবে। ৪. গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে ও ট্রাফিক ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। ৫. বাস সম্পূর্ণ থামিয়ে শিক্ষার্থীদের নিরাপদে বাসে ওঠাতে হবে এবং নামাতে হবে। ৬. বেপরোয়া গতিতে গাড়ি চালানো কঠোর আইনের আওতায় বন্ধ করতে হবে। 

সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বাড্ডা থানার ওসি মো. আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থী থাকা অবস্থায়, বিভিন্ন দাবিতে আমরাও আন্দোলন করেছি। তোমরা তোমাদের অধিকার আদায়ে অবশ্যই আন্দোলন করবে। তবে এমন কিছু করা যাবে না, যাতে মানুষ দুর্ভোগে পড়েন।’ 

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ

দিলীপ আগরওয়ালার স্ত্রী সবিতার বাণিজ্যিক স্পেস, দোকানসহ জমি জব্দের আদেশ

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা