নরসিংদীতে এবার শারদীয় দুর্গাপূজা ৩৫৫টি মন্দিরে অনুষ্ঠিত হবে। এ জন্য আজ বৃহস্পতিবার সকালে আসন্ন পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবার জেলার ৩৫৫টি দুর্গা মন্দিরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মতে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে এবং কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না।
সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির সার্বিক সহযোগিতা করেন। এ জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
নরসিংদী পুলিশ লাইনসের অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী) সার্কেল মেজবাহ উদ্দিন ও রায়পুরা-বেলাব সার্কেল সত্যজিৎ ঘোষ।