হোম > সারা দেশ > ঢাকা

যুবদলের ৬ নেতা-কর্মীর ২৭ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেআইনি সমাবেশ ও যানবাহনের ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানায় ৬ বছর আগে করা মামলায় যুবদলের ছয় নেতা-কর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন। 

দণ্ডিত আসামিরা হলেন—নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী। এরা সবাই গুলশান এলাকার যুবদল কর্মী। 

যানবাহনের ক্ষতিসাধনের দায়ে তাঁদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতা-কর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং রাস্তায় গাড়ি ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় ওই দিনই গুলশান থানার এসআই নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার এসআই খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক