হোম > সারা দেশ > ঢাকা

যুবদলের ৬ নেতা-কর্মীর ২৭ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেআইনি সমাবেশ ও যানবাহনের ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানায় ৬ বছর আগে করা মামলায় যুবদলের ছয় নেতা-কর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন। 

দণ্ডিত আসামিরা হলেন—নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী। এরা সবাই গুলশান এলাকার যুবদল কর্মী। 

যানবাহনের ক্ষতিসাধনের দায়ে তাঁদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতা-কর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং রাস্তায় গাড়ি ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় ওই দিনই গুলশান থানার এসআই নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার এসআই খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন