হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাগান দেখতে যাওয়ার সময় বজ্রপাতে ইমদাদুল জোয়াদ্দার (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল জোয়াদ্দার উপজেলার বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বুধবার বেলা ৪টার দিকে নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হন ইমদাদুল। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে দৌড় দেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বজ্রপাতে উপজেলার বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামে আকমল শেখের স্ত্রী রূপালী বেগম (২৬) আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত রূপালির মা হাসিনা বেগম বলেন, ‘আমি আমার ২ মেয়ে ও নানতিসহ বসে ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে আমি আমার মেয়েকে ঘরে পাঠিয়ে দিই। ঘরে গিয়ে মেয়ে অসুস্থ হয়ে পরেছে। পরে তাকে হাসপাতালে নিই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। আহত রূপালি বেগমকে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান এই চিকিৎসক।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ