হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হারিয়ে যাচ্ছে মুখে মাইকিং পেশা

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সময় বদলেছে–বদলে গেছে অনেক কিছুর ধরন। সেই সঙ্গে এসেছে আধুনিকতার ছোঁয়া। আর এই আধুনিকতার ছোঁয়াতে বিলুপ্ত হয়েছে অনেক পেশা। তার মধ্যে একটি হলো মুখে মাইকিং পেশা। 

একটা সময় নির্বাচনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বেশ চাহিদা ছিল মুখে মাইকিং পেশার। সারা বছরই দেখা যেত, কোনো না কোনো প্রতিষ্ঠানের মাইকিং, কেউ হারিয়ে গেলে মুখে মাইকিং করে পুরো এলাকাবাসীকে জানানো হতো। দিন দিন আধুনিকতার ছোঁয়াতে এখন আর কেউ মুখে মাইকিং করাতে চায় না। 

সবাই এখন প্রচার-প্রচারণায় ব্যবহার করছে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও অটো রেকর্ড সিস্টেম। যাতে করে মুখে কিছু বলতে হয় না, যে কোনো কিছু রেকর্ড করে ছেড়ে দিলে চলতে থাকে। একবার রেকর্ড করলে চালানো যায় বছরের পর বছর। 

এসব আধুনিকতার ছোঁয়ার জন্য বিলুপ্ত মাইকিং পেশার সঙ্গে জড়িতরা এখন প্রায় নিরুপায়। কাজ না পেয়ে অনেকটা অভাব–অনটনে কাটছে তাদের জীবন। কেউ কেউ আবার এই মাইকিং পেশা ছেড়ে জড়িত হয়েছেন অন্য এক পেশায়। 

বিল্লাল হোসেন। তার পেশা মুখে মাইকিং করা। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাতে থাকেন। ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪৪ বছর ধরে তিনি মুখে মাইকিং করেছেন।  

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পেশায় সবচেয়ে আকর্ষণ ছিল, বিভিন্ন নির্বাচন। একটা সময় নির্বাচন আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসত, প্রায় ১০ থেকে ১৫ দিন করে বুকিং করতেন একেক জন প্রার্থী। নির্বাচনী প্রচার-প্রচারণায় মিছিল-মিটিং থাকলে আমাদের চাহিদা থাকত অনেক।’ 

বিল্লাল হোসেন বলেন, ‘কিন্তু এখন সময়ের পরিবর্তনে আজকে কয়েক বছর ধরে এখন আর কেউ ডাকে না। আগে যেমন সবাই মুখে বলত এখন আর ওইরকম হয় না। সবাই এখন সাউন্ড বক্স বাজায়। বিভিন্ন গান সেট করে নিয়ে আসে, তাদের নামে ওই গুলো বাজাইতে থাকে সারা দিন। ফলে আমাদের মুখে মাইকিংটা কমে গেছে। তাই এখন মাঝে মাঝে স্কুল-কলেজ বা ওয়াজ মাহফিলের কিছু কাজ থাকলে করি।’ 

তিনি আরও বলেন, ‘আগের তুলনায় কাজ অনেক কমেছে। তাই পরিবার–পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয়। একটা জাতীয় নির্বাচন অথচ এখন পর্যন্ত একটা কাজ পাই নাই। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের ভবিষ্যৎ একে বারেই নাই বললে চলে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির