হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে জরুরি ফোন নম্বর

নিজস্ব প্রতিবেদক

বছরের শুরু থেকে বিশ্বব্যাপী ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। পরিস্থিতি মোকাবিলায় সোমবার থেকে সাত দিনের লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকার।

তবে লকডাউন বাড়তে পারে এমন আভাস মিলেছে বিভিন্ন দপ্তর থেকে। আপনি লকডাউনে বাসায় থাকা অবস্থায় কি করবেন? নিজের বা পরিবারের কোন স্বাস্থ্যগত সাহায্যে কোথায় যাবেন, কাকে ফোন করবেন এটাও জানা থাকা জরুরি।

মোবাইল ফোনে কোভিড-১৯’র সেবা পেতে একটি নম্বর মনে রাখা খুব জরুরি। ১৬২৬৩ নম্বরে স্বাস্থ্য বাতায়ন, এখানে ফোন করে করোনা সংক্রান্ত যেকোন ধরনের সাহায্য পাবেন। ৩৩৩ নম্বরে ফোন দিয়ে পাওয়া যাবে যে কোন ধরণের তথ্যসেবা। এছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনে (১০৬৫৫) পাওয়া যাবে করোনা বিষয়ক সাহায্য। এছাড়া যোগাযোগ করা যেতে পারে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে।  

কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ও হাসপাতাল সংক্রান্ত যেকোন তথ্যের জন্য এ যোগাযোগ করুন ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০ নম্বরে। বিদেশ গমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআর ও সরকারি কর্মচারী হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

করোনা বিষয়ক যেকোন অভিযোগ জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এর CORONA কর্ণারে ‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’ অথবা http://app.dghs.gov.bd/covid19-complaint লিংক ব্যবহার করে অভিযোগ প্রেরণ করতে পারবেন।

করোনা প্রতিরোধে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। যারা পূর্ব থেকেই দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত তারাসহ বয়োজ্যেষ্ঠদের করোনা পজিটিভ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ