হোম > সারা দেশ > ঢাকা

আনিসুল-মামুনকে আবারও রিমান্ডে নেওয়ার নির্দেশ, সালমানসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান ও দীপু মনি। ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুটি হত্যা মামলায় ছয় দিনের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এসব নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলার তদন্ত কর্মকর্তারা চার দিন করে আট দিনের রিমান্ডের আবেদন করেন।

যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ৩ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

এ দিকে যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমান ও দীপু মনিসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়। যেসব মামলায় এসব ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে সেসব মামলা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে ঘিরে দায়ের করা হয়।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ