হোম > সারা দেশ > ঢাকা

আনিসুল-মামুনকে আবারও রিমান্ডে নেওয়ার নির্দেশ, সালমানসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান ও দীপু মনি। ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুটি হত্যা মামলায় ছয় দিনের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এসব নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলার তদন্ত কর্মকর্তারা চার দিন করে আট দিনের রিমান্ডের আবেদন করেন।

যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ৩ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

এ দিকে যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমান ও দীপু মনিসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়। যেসব মামলায় এসব ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে সেসব মামলা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে ঘিরে দায়ের করা হয়।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা