হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮২ জনে। 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। 

আজ শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো স্বাস্থ্য বার্তায় দেখা গেছে, মারা যাওয়া চারজনের মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মৃত আজাহার মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা (৭০), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার মো. কোমলের স্ত্রী গোলাপী বেগম (৭০), রাজবাড়ীর উজাকান্দার মো. শাহাজদ্দিনের ছেলে মো. হাবিবুর (৫০) ও মাগুরা সদর উপজেলার চাঁদপুর এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী রুপা বেগম (২২)। 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২১৮ জন। এর মধ্যে ১৫ হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর