হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলের সামনে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

ঢাবি প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা কর্মীরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। 

সোমবার (১০ এপ্রিল) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ বলছে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিরোধ করেছে। 

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতা কর্মীরা হলেন—কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র সহসভাপতি আমান উল্লাহ আমান, সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল কাফি। 

আহতদের ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদুল আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার শেষ করে মেডিকেলের বহির্বিভাগের সামনে চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল—ঠিক তখনই ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালায়। ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, এতে আমাদের পাঁচ নেতা কর্মী আহত হয়। আহত ছাত্রদল নেত্রী মানসুরা আলম দুই কানে শুনতে পাচ্ছেন না।’ 

ছাত্রদলের এ নেতা বলেন, ‘ছাত্রলীগ এখন আর ছাত্রদের সংগঠন নয় সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে প্রতিহত করে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলবে।’ 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন, সাবেক সহসম্পাদক ইমাম হাসানের নেতৃত্বে ১০-১৫ জন নেতা কর্মী অতর্কিত হামলা করে বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদুল আলম সোহেল। 

এদিকে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইমাম হাসানের ছবি ফেসবুকে দিয়ে আহত ছাত্রদল নেত্রী মানসুরা আলম লিখেছেন, ‘এর নাম ইমাম হাসান। কিছুক্ষণ আগে ইফতারের পর বহির্বিভাগে এসে আমাদের আক্রমণ করেছে। আমার গায়ে হাত তোলার সময় অশ্রাব্য গালিগালাজ করেছে। কান দিয়ে কিছু শুনতে পারছি না আমি। ছোটভাই মেহেদী হাসানসহ অনেকে আহত।’ 

ছাত্রলীগের হামলায় বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু সাধারণ শিক্ষার্থী ইফতার শেষ করে হলে ফিরছিল। ঠিক তখনই ছাত্রদলের নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। লন্ডন থেকে লাশ ফেলানোর নির্দেশনা রয়েছে, তাই সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করছে। ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই।’ 

মাদারীপুর জেলা: ৯১ ইটভাটার সব কটিই অবৈধ

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!