রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল নিউ মার্কেট থানাতে পড়েছে। তবে আমরাও খোঁজ রাখছি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে ধোঁয়া রয়েছে।’
এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ওই ভবনে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।