হোম > সারা দেশ > ঢাকা

আপন জুয়েলার্সের দুই মালিকের বিরুদ্ধে মামলা করছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপন জুয়েলার্সের দুই মালিক দিলদার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। 

দুদক সচিব জানান, তাঁদের দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। যে কারণে দুদক আইন ২০০৪–এর ২৭ (১) ধারা ও ২০০৪–এর ২৬ (১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। 

আপন জুয়েলার্সের দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনি। তবে তাঁর অসুস্থতার কারণে মামলাটি অন্য কর্মকর্তা শিগগিরই সংস্থাটির ঢাকা সমন্বিত কার্যালয়ে দায়ের করবেন বলে জানা গেছে। 

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, দিলদার আহমেদ ২০১৮ সালের ২ জুলাই দুদকে সম্পদ বিবরণী জমা দেন। ওই বিবরণী যাচাইকালে ৮৯ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০০ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। সে হিসাবে দিলদার আহমেদ ৬৪ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন করেছেন। 

অপর দিকে আপন জুয়েলার্সের এই মালিকের সম্পদ অনুসন্ধানকালে, স্থাবর–অস্থাবর ও আয়–ব্যয় বাদ দিয়ে ৫৯ কোটি ৭৬ লাখ, ৫৬ হাজার ৪০২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া যায়। 

একই মামলায় আসামি করা হবে আপন জুয়েলার্সের আরেক মালিক দিলদারের ভাই আজাদ আহমেদকে। তিনিও ২০১৮ সালের ২ জুলাই সম্পদ বিবরণী জমা দেন। দুদক যাচাইকালে দেখে, ৪১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ১৫১ টাকার সম্পদের মধ্যে ১৬ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকার সম্পদ অবৈধ। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আজাদ আহমেদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ