হোম > সারা দেশ > ঢাকা

ধামরাই উপজেলায় ভোট গ্রহণ শুরু, ভোটারদের সরব উপস্থিতি

রিফাত মেহেদী, ধামরাই থেকে

ঢাকার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের সঙ্গে এক যোগে চলছে এ ভোটগ্রহণ। 

ভোটগ্রহণ শুরুর আগে থেকেই উৎসুক ভোটাররা ভোটকেন্দ্রে জড় হতে থাকেন। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় ভোটারদের সারি ছোট হলেও ঘণ্টা পার না হতেই বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। 

ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৫৫টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮৪৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৬ জন। 

ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ৬ নম্বর দেপাশাই ভোট কেন্দ্রে দেখা যায় ভোটাররা দলবেঁধে ভোট দিতে আসছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট কেন্দ্রের আশেপাশেও কোন বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে নির্বাচনের আগের সহিংসতা কেন্দ্র করে এই ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। 

দেপাশাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলাউদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। আশা করছি কোন সহিংসতার ঘটনা ঘটবেনা। 

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সকাল ৮টা থেকেই ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ধামরাই সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং বাকিগুলোতে ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। 

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন