হোম > সারা দেশ > ঢাকা

ক্যাম্পাসসহ সারাদেশের নিরাপত্তার নিশ্চিতের দাবিতে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি

জাতীয় এবং ক্যাম্পাসভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জাতীয় এবং ক্যাম্পাসভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার  প্রাঙ্গণ থেকে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-র ব্যানারে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মিছিলে শিক্ষার্থীদের ‘সারা দেশের নিরাপত্তা, নিশ্চিত কর করতে হবে, ‘ক্যাম্পাসে নিরাপত্তা, নিশ্চিত করো করতে হবে’, ‘শ্রমিকের নিরাপত্তা, নিশ্চিত করো করতে হবে’, ‘খুন নৈরাজ্যের ঠিকানা, স্বাধীন দেশে হবে না’, ‘শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, চব্বিশের বাংলাদেশ’  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আঞ্জুম শাহরিয়ার বলেন, ‘এই সময়ে এসে আমাদের প্রত্যাশা ছিল প্রতিটি মানুষ রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা পাওয়ার কথা সেটি পাবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিন মাস পার হলেও দেশে এখনো বীভৎস হত্যাকাণ্ডে হচ্ছে। এখনো তারা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছে না। যার কারণে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসগুলোতেও  বিশৃঙ্খলা থামছে না। অনতিবিলম্বে সকল স্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দীন আয়ান বলেন, ‘এই সরকার আইন-শৃঙ্খলা জোরদার না করতে পারায় সিলেটের কানাইঘাটের মুনতাহা হত্যা, বিভিন্ন সময়ে সীমান্তেসহ সারা দেশে নানা হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এমন হত্যা করেও খুনিরা পার পেয়ে যেত, আমরা চাই অন্তর্বর্তী সরকার  এমন ব্যবস্থা নিবে যাতে ল এবং অর্ডার ঠিকভাবে চলে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা