হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হাসপাতালে র‍্যাবের অভিযান 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চার হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার র‍্যাব–১ কোম্পানি কমান্ডার (সিপিসি ২) মেজর আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেজর আহনাফ বলেন, র‍্যাব-১ এর একটি দল টঙ্গী এলাকায় সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। 

এ সময় টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালকে ১ লাখ, সেবা শুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট