হোম > সারা দেশ > ঢাকা

উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:

রাজধানীর উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেল মন্ডলসহ (৩৭) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা হলেন মো. সজীব (২৬), মো. সোহাগ (৩৫) ও মো. মাসুদ (২৫)। 

উত্তরা আজমপুরের ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের নিগার প্লাজার সামনে থেকে রোববার (৩১ মার্চ) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও শেরপুরের সদর উপজেলার বাদাতেঘরিয়া এলাকার মো. ইসরাফিলের ছেলে রাসেল মন্ডল, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. সজীব, নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তা নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগ এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল গনির ছেলে মাসুদ। রাসেল মন্ডল তুরাগের ধলিপাড়ায়, সজীব দক্ষিণখানের ফরিদ মার্কেট, সোহাগ ও মাসুদ দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে বসবাস করেন। 

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকার ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ চাঁদাবাজ রাসেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৪৩ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে। 

আবুল হাসান বলেন, প্রথমে অভিযান চালিয়ে সজিব, সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা, সোহাগের কাছ থেকে ১৪ হাজার ৩৩০ টাকা ও মাসুদের কাছ থেকে ৬ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর